বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

গোপালগঞ্জের ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাতে মুকসুদপুর উপজেলার মুকসুদপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ওই অজ্ঞাত নারী মুকসুদপুর রেলস্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিল।

এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ৮২৭ আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরো জানান, ইতিমধ্যে রাজবাড়ী রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। তার আসার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন