ভারত থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে। বুধবার এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও তাদের শুল্ক বিশ্বের সর্বোচ্চ এবং বাণিজ্য করাও কঠিন। এই কারণে ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।
এর আগে ভারতের পক্ষ থেকে রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণেও অতিরিক্ত জরিমানা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
শুল্ক ঘোষণার পরপরই ভারতের রুপি ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়েছে, আর শেয়ারবাজারে ০.৭ শতাংশ পর্যন্ত পতন হয়। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ভারতের রপ্তানি খাতে বিরূপ প্রভাব ফেলবে।
উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্য আলোচনা স্থগিত হয়েছে।
খুলনা গেজেট/এস এস