সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে জেলা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক, মহাসড়ক অবরোধ চেষ্টা

গোপালগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে সেখান থেকে সড়িয়ে দেয়। তবে জেলা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জের পুলিশের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো: আব্দুল বাছেদ জানান, আজ সোমবার ভোরে কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে তাদের সড়িয়ে দেয়। পরে মহাসড়ক থেকে গাছের গুড়ি সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

এদিকে, জেলার আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবি। বিজিবি ও পুলিশ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে জেলা জুড়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আতংক কাটিয়ে বাইরে বের হচ্ছে সাধারণ মানুষ। স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিত ছিল। শহর জুড়ে চলাচল করছে যানবাহন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। তবে তারা অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন