সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

যত ঝড়-তুফান আসুক দায়িত্ব পালনে পিছপা হব না : সিইসি

গেজেট প্রতিবেদন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটদান চ্যালেঞ্জ যেনেও আমরা উদ্যোগ নিয়েছি। স্বাধীনতার পর কেউ ঝামেলা মনে করে এ দায়িত্ব নেয়নি। যত ঝড়-তুফান আসুক দায়িত্ব পালনে পিছপা হব না।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিকল্প ধারা বাংলাদেশসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে সিইসি ওই মন্তব্য করেন। সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও কমিশনের কর্মকর্তারা অংশ নেন। কমিশেনর অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সংলাপে সঞ্চানলা করেন।

সিইসি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যে আমরা হাল ছাড়েনি। আগামীতেও যত চ্যালেঞ্জ আসুক দায়িত্ব পালন করে যাব। কারণ দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। কারণ আপনারা সহযোগিতা না করলে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে।

দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হব। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন