বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফের লন্ডন যেতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোট ভারবাল ইস্যু করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে এ তথ্য জানানো হয়।
গত ২৩ জুলাই মধ্যরাতে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। সেদিন রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
এর আগে চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। সঙ্গে দেশে আসেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
খুলনা গেজেট/এএজে