Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দুবাইয়ে ‘টেলিভিশন ক্যাম্পেইন অ্যাওয়ার্ড’ অর্জন করলেন এস কে মনোয়ার নাহিদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ব্রডকাস্ট গ্রাফিক্স ও ভিজ্যুয়াল মিডিয়া জগতের অগ্রদূত এস কে মনোয়ার নাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার দেশের সম্মান উজ্জ্বল করলেন। গত ২৬ জুলাই ২০২৫, দুবাইয়ের হোটেল ম্যারিয়ট আল জাদ্দাফে অনুষ্ঠিত ৭ম গোল্ডেন ব্রিক অ্যাওয়ার্ডস ২০২৫-এ তিনি ‘টেলিভিশন ক্যাম্পেইন অ্যাওয়ার্ড’ বিভাগে সম্মানিত হন।

গোল্ডেন ব্রিক অ্যাওয়ার্ডস দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ রিয়েল এস্টেট ও ইনফ্রাস্ট্রাকচার পুরস্কার অনুষ্ঠান। এবারের আয়োজন পরিচালনা করে ভারত ও দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফিনিক্স এক্সপোভেন্ট এবং সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ওয়াইড ফেডারেশন ফর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট ইনভেস্টরস (WFIRI)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হিজ এক্সেলেন্সি বু আব্দুল্লাহ।

এই সম্মাননা প্রসঙ্গে এস কে মনোয়ার নাহিদ বলেন, “এই আন্তর্জাতিক পুরস্কার শুধু আমার একক কৃতিত্ব নয়, এটি বাংলাদেশকে গর্বিত করার একটি মুহূর্ত। ব্রডকাস্ট প্রযুক্তিতে আমাদের সৃজনশীলতা আরও একবা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল—এটাই সবচেয়ে বড় পুরস্কার।”

তিনি এর আগেও নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ এবং বাংলাদেশে, এক্সেলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড, স্টার বাংলাদেশ এওয়ার্ড, শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড এবং ইনডেক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৮-তে সম্মানিত হয়েছেন। ২০১৬ সালে তিনি আমস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্প্রচার সম্মেলন IBC-তে অ্যাডোবি ও ভিজআরটি’র পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত হন এবং সেই বছরেই তিনি নরওয়ের ভিজআরটি থেকে প্রো ভিজ আর্টিস্ট ডিজাইনার সার্টিফিকেশন লাভ করেন।

২০০৭ সালে আরটিভিতে মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। এরপর তিনি যমুনা টিভি, ইনডিপেনডেন্ট টিভি এবং চ্যানেল ২৪-এ কাজ করে নিজেকে দেশের অন্যতম সেরা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি সংবাদ সম্প্রচারে রিয়েল-টাইম ইনফোগ্রাফিক্স, বর্ধিত বাস্তবতা (AR) এবং নির্বাচনী কাভারেজে নতুন মাত্রা যুক্ত করেন।

প্রযুক্তির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তার অবদান গুরুত্বপূর্ণ। তিনি পাঠশালা – দক্ষিণ এশিয়া মিডিয়া ইনস্টিটিউট-এ শিক্ষক হিসেবে কর্মরত এবং ২০১৯ সালে ডিবিসি নিউজে দেশের প্রথম পেশাদার ভিজআরটি প্রশিক্ষণ পরিচালনা করেন। তিনি দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক: ‘Creatives in the Television Broadcast Industry’ এবং ‘Guardians of Earth: Simple Steps to a Sustainable Future’। প্রথম বইটিতে টেলিভিশন ব্রডকাস্ট প্রযুক্তির সৃজনশীল দিক এবং দ্বিতীয় বইটিতে পরিবেশবান্ধব জীবনযাপনের দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

বর্তমানে তিনি আন্তর্জাতিক প্রযুক্তি ও মিডিয়া প্রতিষ্ঠান রুদ্রএফএক্স (RudraFx)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল ও দুবাইয়ে সফলভাবে কাজ করছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশি সৃজনশীলতা ও প্রযুক্তির প্রতিনিধিত্ব করছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন