সাতক্ষীরার কালিগঞ্জে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই এক কলেজ ছাত্রী নববধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৪ জুলাই) বেলা ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে এঘটনা ঘটে।
আত্মহননকারি কলেজ ছাত্রী নববধূর নাম আঞ্জুমান আরা খাতুন (১৮)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের আনারুল সরদারের মেয়ে ও কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে সাইদুল ইসলামের স্ত্রী। আঞ্জুমান আরা কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।
ছোট বেলা থেকেই আঞ্জুমান আরা কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামে নানা আব্দুল খালেকের বাড়িতে থেকে পড়া লেখা করতো। গত সোমবার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের বাবর আলী মোড়লের ছেলে সাইদুল ইসলাম (২৭) এর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। রোববার সকালে আঞ্জুমান আরার স্বামী সাইদুল কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলে বেলা ১০টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাৎক্ষনিক তাকে উদ্ধার কওে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে আঞ্জুমান আরার পরিবারের দাবি সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদও হামৎসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।