Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রির অভিযোগে গ্রেফতার ৩

শার্শা প্রতিনিধি

বেনাপোলে ২০ টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প (কোর্ট ফি) বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

বুধবার (১২ আগষ্ট) বিকেলে বেনাপোল কাষ্টমস হাউসের সামনে থেকে ২০ টাকা মূল্যের ৯৬৪ টি জাল রেভিনিউসহ তাদেরকে গ্রেফতার করা হয় ।

র‌্যাব সদস্যরা কাস্টম অফিসের সামনে অভিযান পরিচালনা করে যাদেরকে গ্রেফতার করেন তারা হলেন বেনাপোলের নামাজ গ্রামের রুহুল আমিনের ছেলে উজ্জল হোসেন (২৪), গয়ড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে শামীম হোসেন (২৬) ও শার্শার রামচন্দ্রপুর গ্রামের সামসুজ্জামান বিশ্বাসের ছেলে কামরুজ্জামান সুমন (২৩)।

যশোর র‌্যাব – ৬ সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে একটি চক্র বেনাপোল কাস্টমস হাউসে ব্যবহৃত ২০ টাকার জাল কোর্ট ফি বিক্রি করে আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে ৯৬৪ টি জাল রেভিনিউসহ (কোর্ট ফি) উজ্জ্বল, শামীম ও কামরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয় ।

যশোর র‌্যাব – ৬ এর কমান্ডার লে. সরোয়ার হুসাইন জাল কোর্ট ফি বিক্রিকালে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন