Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে করোনায় মৃত্যু ১, শনাক্ত আরও ৬১

যশোর প্রতিনিধি

যশোরে বুধবার আরো ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যবিপ্রবি থেকে আসা এদিনের ১৪৭ নমুনার ফলাফলে ৬১ জন শনাক্ত
হয়েছেন।

তাদের মধ্যে ২৩ জন অভয়নগর উপজেলার বাসিন্দা। এছাড়া সদরের ১২, চৌগাছার ৯, শার্শার ৮, কেশবপুরের ৮ ও বাঘারপাড়ার ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি।

তিনি জানান, এদিন করোনায় আক্রান্ত হয়ে যশোরে আরো একজনের মৃত্যু হয়েছে। নিহত সমীর সিংহ (৫৫) পুরাতন কসবা কাঠালতলা এলাকার বাসিন্দা। গত ৪ আগস্ট তার করোনা শনাক্ত হয়। এরপর তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর চারটায় মারা যান।

এনিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৮৯ জন, সুস্থ্য হয়েছেন ১৩০৮ ও মৃত্যু হয়েছে ৩৩ জনের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন