সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাকড়া গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে রাকিবুল হাসান খোকা নামের ৬ বছর বয়সের এক শিশু। সে কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাকিবুল হাসান খোকা তার মা রাবেয়া বেগমের সাথে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাকড়া গ্রামের নানা লতিফ সরদারের বাড়ীতে বেড়াতে যায়। কিন্তু রোববার বেলা ৩ টার পর থেকে খোকাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোজাখুজির এক পর্যায় সোমবার (২৮ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে রাস্তার পাশে একটি গর্তের মধ্যে পানিতে ভাসমান অবস্থা খোকার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন