সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতি বিবেচনা করে লকডাউন চতুর্থ দফায় আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় আরো সাত দিনের লকডাউন বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার রাত ১২টায় তৃতীয় দফার লকডাউন শেষ হবে। এরপর থেকেই শুরু হবে চতুর্থ দফার সাত দিনের লকডাউন।
দুপুরে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত ২৩ মে থেকে সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতি অবনতি হতে শুরু করে। একপর্যায়ে গত ৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ৫ জুন রাত ১২ টার পর থেকে পরবর্তী ৭ দিনের জন্য সাতক্ষীরা জেলায় লকডাউন ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় পর পর আরো দুই দফায় লকডাউন বাড়ানো হয়। সবশেষ চতুর্থ দফায় আরো এক সপ্তাহ বাড়ানো হলো জেলাজুড়ে কঠোর লকডাউন।
খুলনা গেজেট/এমএইচবি