সাতক্ষীরার আশাশুনিতে ইজিবাইকের ধাক্কায় নয়ন হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ১০ টার দিকে আশাশুনি সদরের কোদন্ডা গ্রামের আমতলা মোড়ে আশাশুনি-ঘোলা সড়কে এ ঘটনা ঘটে। শিশুটি আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রীউলা ইউনিয়নের ঘোলার দিক থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক আশাশুনি উপজেলা সদরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আশাশুনি-ঘোলা সড়কে আমতলা মোড়ে পৌছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু নয়নের গায়ের উপর গিয়ে পড়ে। ইজিবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ এস আই



