Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় দু’যুবক নিহত

যশোর ও ঝিকরগাছা প্রতিনিধি

যশোর-বেনাপোল সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সড়কের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন, যশোর শহরের সার্কিট হাউসপাড়ার মাহবুবুর রহমানের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় দু’যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের কাভার্ডভ্যান না ট্রাক চাপা দিয়েছে সেটি নিশ্চিত নই। কেননা প্রত্যক্ষদর্শী কেউই পুলিশকে সেটি বলতে পারেনি।’

যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, প্রিয় ও কাব্য মোটরসাইকেলে বেনাপোল থেকে যশোরে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ‘বেপরোয়া গতির’ কাভার্ডভ্যান তাদেরকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন