করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোররাত ১২টা ৩৫ মিনিট থেকে রাত সাড়ে ৯টার মধ্যে বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার এম এ রশিদ এর স্ত্রী মর্জিনা পারভিন (৫৪), সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার রফিকুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৫০) ও কামালনগর এলাকার মৃত মেহের আলীর ছেলে এরশাদ হোসেন (৫৫)।
সামেক হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত ১১জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন পুরাতন সাতক্ষীরা এলাকার মর্জিনা পারভীন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাত ১২টা ৩৫ মিনিটে তিনি মারা যান। এদিকে একই ধরনের উপসর্গ নিয়ে ২০ জুন রোববার বেলা ১০ টা ৫০ মিনিটে সামেক হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন রাজারবাগান এলাকার তাহমিনা বেগম। কিন্তু ভর্তির মাত্র ৪ ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।
অপরদিকে করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ২০ জুন রোববার দুপুরের দিকে সামেক হাসপাতালে করোনা মিনিটে ভর্তি হয় শহরের কামালনগর এলাকার এরশাদ হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ন’টার দিকে তিনিও মারা যান। এ নিয়ে গত ২০ জুন পর্যন্ত সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে অন্ততঃ ২৭৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৭ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খুদা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফন এর জন্য বলা হয়েছে ।
খুলনা গেজেট/এমএইচবি