খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে

সাতক্ষীরার উপকূলীয় মানুষের দুর্ভোগে নাগরিক কমিটির উদ্বেগ

সাতক্ষীরা প্রতিনিধি

ঘূর্ণিঝড় আম্পান-ইয়াস কবলিত সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের দুঃখ, কষ্ট, দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। দুর্যোগ এলে বাঁধ বাধার বিষয়টি সামনে আসে। তারপর সবাই সবকিছু ভূলে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, উপকূলের অনেক এলাকায় এখনো মানুষের দাফন করার মত কোন শুকনা জায়গা নেই। গত ১৭ জুন আশাশুনির প্রতাপনগরে একজন মৃত ব্যক্তির কবর পানির হাত থেকে রক্ষা করতে দাফন করা হয়েছে ইটের গাঁথুনি দিয়ে নির্মিত কবরের ভিতরে।

ঠিক একই সময়ে সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একের পর স্থানীয়ভাবে লকডাউন দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি রীতিমত ভয়াবহ হয়ে উঠেছে। লকডাউনে দিনমজুর, শ্রমজীবী, কর্মজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ দিন আনা দিন খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত নি¤œমধ্যবিত্তদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। গতবছর করোনার শুরুতে সরকারী বেসরকারী ও ব্যক্তি পর্যায় থেকে মানুষের সহায়তায় অনেকে এগিয়ে এলেও বর্তমানে সাতক্ষীরায় তেমন কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। ফলে মানুষের সংকট আরো ঘণিভূত হচ্ছে।

চলমান এই সংকটকালীন সময়ে মরার উপর খাড়ার ঘায়ের মত গত কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরা শহরের ইছাগাছা, কামালনগর, মধুমোল্লারডাঙ্গী, কাটিয়া মাঠপাড়া, বদ্দিপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্ঠি হয়েছে। শহরের পানি নিষ্কাশনের পথগুলোতে মাছের ঘের করায় প্রতিবছরের মত এবারও এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌর কতৃপক্ষ এ ব্যাপারে বিভিন্ন সময়ে পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। এমন পরিস্থিতিতে এবছর শহরের জলাবদ্ধতা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ চলমান এই সংকটকালীন পরিস্থিতিতে সরকারের আশু হস্তক্ষেপের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

জেলা নাগরিক কমিটির পক্ষে বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্ববায়ক মোঃ আনিসুর রহিম, যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জেএসডি’র নেতা সুধাংশু শেখর সরকার, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক এড. আল মাহামুদ পলাশ, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, নারী নেত্রী মরিয়ম মান্নান, মটর শ্রমিক নেতা রবিউল ইসলাম, ভূমিহীন নেতা কওসার আলী, সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!