সাতক্ষীরায় দ্বিতীয় দফায় সাত দিনের লকডাউনের শেষ দিনে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৪৫ দশমিক ২০ শতাংশ।
এনিয়ে জেলায় ১৭ জুন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৭শ ৮৪ জন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২শ ৫৫ জন। তবে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাক্তার জয়ন্ত কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ টি আই