সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় লকডাউন বাড়ল আরও এক সপ্তাহ

সাতক্ষীরা প্রতিনিধি

করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাতক্ষীরা জেলায় চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২৩ মে পর থেকে সাতক্ষীরায় করানো ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ৩ জুন জেলায় করোনা প্রতিরোধ কমিটির এক সভায় ৫ জুন থেকে জেলায় সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি না হয় গত ১০ জুন বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় পুনরায় আরও সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। দুই দফায় ১৪ দিনের লকডাউনে পরিস্থিতির তেমন কোনো উন্নতি না হওয়ায় ১৭ জুন বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির এক ভার্চুয়াল সভায় ফের আরও সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। সংক্রমনের পরিস্থিতি বুঝে ওয়াড ও ইউনিয়ন পর্যায়ে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়। এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের লকডাউন বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার হুসেইন সাফায়েত বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি সকলকে মাক্স ব্যবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন