বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার কাজিরহাট ইউনাইটেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পার্শ্বে ইটের রাস্তার কালভাটের নিচ থেকে এই ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মোঃ মাহাবুব উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে  অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে লাল কসটেপ দ্বারা মোড়ানো ৩ টি ককটেল সাদৃশ্য বোমা পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন