সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২
জেলায় মোট শনাক্তা ২হাজার ছাড়ালো

সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ ১০৮ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় কোন ভাবেই থামছে না করোনা সংক্রমণের হার। কঠোর লকডাউনের মধ্যেও দিন দিন অক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার প্রায় ৬০ শতাংশ। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এখন ২ হাজার ৯৭ জন।

এর আগে সোমবার ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। যা পরীক্ষা বিবেচনায় ৫৫ দশমিক ৮ শতাংশ। যা ছিল এর আগে জেলায় একদিনে সর্বোচ্চ হার। আগের দিনে রেকর্ড ভেঙ্গে মঙ্গলবার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার একদিনে সর্বোচ্চ ১০৮ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা এখন ২ হাজার ৯৭ জন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন