সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

হরিণের মাংসসহ নৌকা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ ও সিপিজির সদস্যরা। শুক্রবার (৪ জুন) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের হরিনগর সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে এই মাংস জব্দ করা হয়। তবে, এসময় কোন চোরা শিকারীকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে চুনকুড়ী নদীতে একটা নৌকা দেখে সন্দেহ হলে সেটিকে ধাওয়া করা হয়। এসময় বনবিভাগের লোকজনের উপস্থতি টের পেরে চোরা শিকারীরা নৌকা ফেলে আগেই পালিয়ে যায়। এসময় নৌকা তল্লাশী করে ২কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

বনবিভাগের চুনকুড়ী টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ মিয়া বলেন, অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি হরিণের মাংস নদীতে ফেলে দেয়। তারপরও নৌকায় থাকা ২ কেজির মত হরিণের মাংস উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলার প্রস্তুতি চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন