সাতক্ষীরায় করোনা সংক্রমন কোন ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গত ২০ মে পর থেকে জেলায় প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে এদিন ৩মোট ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সাতক্ষীরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ি, গত ২০ মে জেলা করোনা সংক্রমনের সংখ্যা ছিল মাত্র ১২ জন। এদিন ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ২৩ মে প্রাপ্ত তথ্য অনুযায়ি ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়। একইভাবে ২৪ মে ৭১ জনের নমুনা পরীক্ষা করে সম সংখ্যাক ২৮ জনের, ২৫ মে ৫৯ জনের মধ্যে ২৫ জনের, ২৬ মে ৫৮ জনের মধ্যে ২৭ জনের, ২৮ মে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৩৭ জনের, ২৯ মে ৬৬ জনের মধ্যে ২৪ জনের, ৩০ মে ৯০ জনের মধ্যে ৩৭ জনের এবং ৩১ মে প্রাপ্ত তথ্য অনুযায়ি ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রায় গত ১০দিন ধরে সাতক্ষীরায় করোনা সংক্রানের আধিক্য ঘটেছে। কোন ভাবেই থামছে না সংক্রমনের হার। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পওয়া গেছে।
এদিকে করোনা সংক্রমন রোধে সাতক্ষীরায় এখনই লকডাউন না দিয়ে জারি করা হবে কঠোর বিধি-নিষেধ। নজর রাখা হবে সীমান্তের প্রতিটি পয়েন্টে। গতকাল সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা গেজেট/কেএম