সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

তালায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় রুপালি (৪০) নামের এক মহিলার ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।

শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি আম গাছে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

জেঠুয়া গ্রামের সোররাফ সরদারের ছেলে সুমন সরদার জানান, কে বা কারা তাকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রেখে গেছে ধারণা করছে এলাকাবাসি। তবে নিহত রুপালির ভাই শাহিনুর ইসলাম মৃত্যুর কারণ বলতে পারেনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, ‘বিষয়টি রহস্যজনক, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন