লন্ডন প্রবাসী এক সিলেটের নাগরিক আম্পান উপদ্রুত সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের জন্য বিনামুল্যে সুপেয় পানি সরবরাহের স্থায়ী ব্যবস্থা করলেন। শনিবার সকাল থেকে শ্যামনগরের পোড়াকাটলাতে হাজী ওয়ারিশ খান ফ্রি ওয়াটার প্লান্টের মাধ্যমে একশ’ পরিবারের মাঝে একশ’ ড্রাম সুপেয় পানি সরবরাহ করে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
হাজী ওয়ারিশ খান ফ্রি ওয়াটার প্লান্টের প্রতিষ্ঠাতা ইসলাম খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুপেয় পানি গ্রামবাসীর হাতে তুলে দিয়ে ফ্রি ওয়াটার প্লান্টের কার্যক্রমের উদ্বোধন করে। উপকূলীয় শত শত মানুষের উপস্থিতিতে ফ্রি ওয়াটার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামী, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ প্রমূখ।
প্রধান অতিথি ইসলাম খান বলেন, ‘প্রয়াত বাবা ওয়ারিশ খান ও মা জান্নাতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি মানুষের জন্য কিছু করতে চেয়েছেন সবসময়। এর ধারাবাহিকতায় সিডর আইলা আম্পান উপদ্রুত সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন উপকুল অঞ্চলে যেখানে কোনরকম সুপেয় পানির আধার নেই সেই পোড়াকাটলাতে তিনি এই প্রকল্পের বাস্তবায়ন করলেন। প্রাথমিক ভাবে একশ’ পরিবারের মাঝে সুপেয় পানি সরবরাহের মাধ্যমে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যে তিনশ’ এবং পরবর্তিতে গ্রামজুড়ে সব পরিবারের মাঝে ফ্রি পানির এ ব্যবস্থা চালু করা হবে।
খুলনা গেজেট/এনএম