সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অব:) মোঃ ইউনুচ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৪ বছর।
মরহুম মোঃ ইউনুচ আলী সাতক্ষীরা আলীয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও মোসলেমা আদর্শ একাডেমীর সেক্রেটারি ছিলেন। একই সাথে তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। তিনি ১৯৩৬ সালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের এক মুসলিম সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এলাকায় সমাজসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অশংখ্য অত্মীয়স্বজন ও গুনগ্রাহী অগণিত শিক্ষার্থী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাযা এবং বাদ জুম্মা পুরাতন সাতক্ষীরা কলোনীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে পুরাতন সাতক্ষীরাস্থ মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
খুলনা গেজেট/এনএম