বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

যবিপ্রবি ল্যাবে করোনা পরীক্ষায় আরো ১২৫ জন পজিটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে শুক্রবার আরো ১২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যবিপ্রবি ল্যাবে এদিন মোট ২৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২৫ জন পজিটিভ এবং বাকি ১২৮ জনের ফলাফল নেগেটিভ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, যবিপ্রবি অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জিনোম সেন্টার পরীক্ষণ দলের সদস্য ড: তানভীর ইসলাম।

জিনোম সেন্টারে আক্রান্ত ১২৫ জনের মধ্যে যশোরে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৭৭ জন, মাগুরার ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন ও নড়াইলে ৩৭ জনের নমুনায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন