অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসার পথে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। তারা সবাই একই পরিবারের সদস্য।বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের রহমান উজিয়া কাগুজির ছেলে মোঃ আজগর আলী (৪৫), আজগর আলীর স্ত্রী মোছাঃ রুবিয়া বিবি (৩৫), তাদের দুই মেয়ে মোছাঃ আফরোজা খাতুন (১৫) ও মোছাঃ আশা খাতুন (০৭)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপি’র (বর্ডার আউট পোষ্ট) টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আব্দুস সবুর এর নেতৃত্বে একটি টহল দলের সদস্যরা সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে অভিযান চালায়। এসময় রাত পৌনে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১২ এর সাব পিলার ৫ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক আব্দুর রহমানের বাগান এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে প্রবেশের দায়ে উল্লেখিত চার বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদেরকে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পিআরও প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম