সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯ টার দিকে উপজেলার মহান্দী ফতেপুর গ্রামের দাশ পাড়ায়। এ ঘটনায় একজনকে তালা হাসপাতাল ও দুই জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন ফতেপুর গ্রামের দাশ পাড়ার মৃত মহেন্দ্র দাশের ছেলে বিশু দাশ (৫০), খোকন দাশের ছেলে সুদেব দাশ (২৩) এবং মৃত হরেন দাশের ছেলে রবীন দাশ (৩৫)।
স্থানীয়রা জানায়, বিশু দাশ ও রবীন দাশ গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জের ধরে রবিবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হয়।
আহত রবীন দাশ জানান, মৃত মহেন্দ্র দাশের ছেলে বিশু দাশ গংদের সাথে ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার রাতে বাড়িতে যাওয়ার সময় বিশু গংরা আমার উপর হামলা চালায়।
প্রতিপক্ষের আহত বিশু দাশ জানান, আমাদের উপরে হামলা করে দুই জনকে আহত করেছে রবীন দাশগংরা। আমাদের সম্পত্তি তারা দখল করতে চায়।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম