সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ এপ্রিল) ভোর রাতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল শ্রীফলকাটি গ্রামে মরহুম আশরাফ আলী গাজীর বাড়ীতে ৩ ঘন্টা ধরে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে আব্দুল কাদের জানান, রাত সাড়ে ১২টার দিকে মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত দল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে তাদের তিনজনকে জিম্মি করে একটি অন্ধকার ঘরে আটকে রাখে। এ সময় ডাকাতরা বাড়ির কোথায় কী আছে জানতে চায়। এক পর্যায় ডাকাত দল আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ২৪ ভরি ওজনের স্বর্ণের গহনাসহ বিশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দল প্রায় ৩ ঘন্টা ধরে ঘরের যাবতীয় মালামাল তছনছ করে।
উল্লেখ্য বাড়ি মালিকের ছেলে ডঃ আবু সিদ্দিক আমেরিকা প্রবাসী বাঙালি অণুজীব বিজ্ঞানী। তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার (হু) এর সিনিয়র পরামর্শক (ভ্যাকসিন)।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা গেজেট/ এস আই