বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শরনখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ফকির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন বান্ধাঘাটা এলাকায় নিজ ঘরের বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় রুবেল। নিহত রুবেল ফকির বান্ধাঘাটা এলাকার মোঃ ফিরোজ ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সালমা বেগম জানান, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজ ঘরের বিদ্যুতের লাইনের কাজ করছিল রুবেল। বিদ্যুতের তারে ছিদ্র থাকায় বিদ্যুৎতায়িত হয়ে ঘরের পাশের খালের মধ্যে পরে যায় রুবেল ফকির।পরে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন