সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ উত্তর কদমতলায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরের প্রতিমা ভাংচুরসহ সুভাষচন্দ্র বাউলিয়া ও নগেন্দ্রনাথ আউলিয়ার বাড়িঘর ভাংচুর, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা আকবর আলী পাড়কে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ।
বহিষ্কৃত আ’লীগ নেতা আকবর আলী পাড় মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত আমজাদ আলী পাড়ের ছেলে। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন কর্তৃক ১৪ এপ্রিল স্বাক্ষরিত এক পত্রে হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ এনে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, গত ১৩ এপ্রিল রাতে আপনার নেতৃত্বে মুন্সিগঞ্জ উত্তর কদমতলা হিন্দু সম্প্রদায়ের মন্দিরে প্রতিমা ভাংচুর, নির্বাচারে শিশু ও নারী পুরুষের উপর জঘন্য হামলা করে ৮ জনকে আহত করার ঘটনায় আপনি প্রাথমিকভাবে দোষী বলে প্রমাণিত হয়েছে। বিষয়টি দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। সে কারণে সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের নির্দেশনা মোতাবেক আপনাকে মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ হতে সাময়িক বহিষ্কার করা হলো।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন আকবর আলী পাড়ের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এনএম