শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে রেজাউল ইসলাম (২৫) নামে এক মৌয়াল আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে পশ্চিম সুন্দরবনের কাঁচিকাটা খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তি জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত গোলাম রব্বানীর ছেলে।

আহত মৌয়ালের চাচাতো ভাই খোকন জানান, কৈখালী স্টেশন থেকে কফিলউদ্দীন মধুর পাস নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। তার সঙ্গে যান রেজাউল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় মধু সংগ্রহ করার সময় হঠাৎ একটি বাঘ রেজাউলের ওপর আক্রমণ করে। এ সময় অপর সঙ্গীরা হাঁকডাক করলে বাঘ রেজাউলকে ছেড়ে দিয়ে চলে যায়। এ ঘটনায় রেজাউল আহত হয়।

বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন বলেন, বিষয়টি আমরা শুনেছি, তবে তার পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ এখনো জানায়নি। তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন