চলমান লকডাউনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ এপ্রিল) সাতক্ষীরায় পরিচালিত মোট ১২ টি মোবাইল কোর্ট অভিযানে ৫৮ টি মামলায় অর্থদণ্ডের মাধ্যমে ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস (কোভডি-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা-উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিষেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয়ে তদারকির নিমিত্তে মোবাইল র্কোট পরিচালনা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ জারিকৃত প্রজ্ঞাপন এর পর থেকে ৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত মোট ৫৫ টি মোবাইল কোট অভিযানে ৩৬৬টি মামলায় অর্থদণ্ডের মাধ্যমে ৪ লাখ ১৯ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই