সাতক্ষীরায় গত চার দিন ধরে ইজিবাইকসহ নিখোঁজ রয়েছে চালক অষ্টম শ্রেণির ছাত্র ময়নুর। পরিবারের লোকজন তার সন্ধান পেতে দিনরাত এক জেলা থেকে অন্য জেলায় ছুটে চলেছেন। পিতার আকুতি তোমরা ইজিবাইক নিয়ে আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও।
খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখী গ্রামের সুরত আলী গাজীর ছেলে ময়নুর গত ৩০ জুলাই শুক্রবার বিকাল ৪টার দিকে ইজিবাইক চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় ময়নুর তার বড় ভাইকে ফোন করে ঈদের জন্য সিমাই, চিনি আনবো কি না জিজ্ঞাসা করে। বড় ভাই তাকে বলেন আমি সিমাই চিনি কেনেছি, তুমি বাড়ি চলে আসো। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ময়নুর ইজিবাইক নিয়ে বাড়ি ফেরেনি। এমনকি তার কাছে থাকা মোবাইলের দু’টি নম্বর বন্ধ পাওয়া যায়। এসময় ময়নুরের পরিবার তাকে খুঁজতে বের হয়। রাতভর সম্ভব্য স্থানে খুঁজে না পেয়ে ময়নুরের ছোট চাচা আফসার আলী শনিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উল্লেখ্য, সুরত আলীর তিন ছেলে। সবার ছোট ময়নুর। সে রেউই মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। কয়েক বছর আগে কেনা একটা ইজিবাইক তিন ভাই সুযোগমতো চালাতো। ময়নুর নিখোঁজ হওয়ার ১৩ দিন আগে তার বাবা সুরত আলী হলুদ রংয়ের একটি নতুন ইজিবাইক কিনে আনে। শুক্রবার বিকালে ওই নতুন ইজিবাইকটি নিয়েই ময়নুর বাড়ি থেকে বের হয়। কিন্তু গত চার দিন পার হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
ময়নুরের খোঁজে তার পরিবার, নিকট আত্মীয় এক জেলা থেকে অন্য জেলায় ছুটে চলেছে। সন্তানের খোঁজ না পেয়ে ময়নুরের পিতা সদর হাসপাতালের গেটে বার বার জ্ঞান হারিয়ে পড়েন। জ্ঞান ফিরলে হাউ মাউ করে কেঁদে বিভিন্ন দিকে কি যেন খুঁজতে থাকে, আর বলেন, তোমরা ইজিবাইক নিয়ে আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও। ময়নুরের সন্ধান কেউ যদি পায়তাহলে ০১৭৩৫-৭৪৭৭৫১ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য তার বাবা সুরত আলী সকলে অনুরোধ করেছেন।
খুলনা গেজেট/এনএম