শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে স্মরণ

সাতক্ষীরা প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর প্রথম প্রহরে গভীর শ্রদ্ধাভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলো সাতক্ষীরাবাসী। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুুক্তিযোদ্ধা সংসদ, জেলা গোয়েন্দা সংস্থা, সিআইডি, পিবিআই, এনএসআই, আনসার ব্যাটালিয়ন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য সম্পাদক সুব্রত ঘোষ, নাজমুন্নাহার মুন্নি, আফছার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি প্রমূখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন