সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার (২৪মার্চ) চেয়ারম্যান পদে ১৩জন ও সাধারণ সদস্য পদে ১৯জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
কলারোয়া উপজেলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন ও সাধারণ সদস্য পদে ৪০৬ জন সহ মোট ৫৮০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। চেয়ারম্যান ও সাধারণ সদস্য মিলে মোট ৩২ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় এখন সেই সংখ্যা দাঁড়ালো ৫৪৮জনে। তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জনের মধ্যে কোন প্রার্থী মনোনয়ন প্রত্র প্রত্যাহার করেনি।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্র প্রত্যাহারকারিরা হলেন, ২নং জালালাদ ইউনিয়নের শওকত আলী, শরিফুর রহমান, ৩নং কয়লা ইউনিয়নের শেখ ইমরান হোসেন, জি এম জাহাঙ্গীর হোসেন ও বাবু আহম্মেদ, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের মফিজুল ইসলাম, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম, আব্দুর রহিম, ৭নং চন্দনপুর ইউনিয়নের রমজান আলি, নুরুল ইসলাম, ৯নং হেলাতলা ইউনিয়নের মুনছুর আলী, আবু জাফর ও ১২নং যুগীখালী ইউনিয়নের মনিরুজ্জামান।
এর আগে গত ২০ মার্চে প্রার্থী যাচাই-বাছাইয়ের দিনে বাংলাদেশ ব্যাকের ঋণ খেলাপীর দায়ে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র সাময়িক স্থগিত করা হলেও আবার তা বৈধ ঘোষণা করেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিস।
কলারোয়া উপজেলার ১২ টি ইউপির মধ্যে প্রথম ধামে ১০টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ১০ টিতে আওয়ামীলীগ ১০ প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র ও বিদ্রোহী মিলে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন।
খুলনা গেজেট/কেএম