বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২
মোট শানাক্ত ৬৩৪

বাগেরহাট কারাগারের জেলার, সাংবাদিকসহ ২৬জন করোনা আক্রান্ত

শহিদুল ইসলাম, বাগেরহাট

বাগেরহাট জেলা কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার ও কচুয়া প্রেসক্লাবেরর সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালসহ নতুন করে আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছেন।

সোমবার (৪ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে এ তথ্য জানা যায়। এই নিয়ে জেলায় মোট আক্রন্তের সংখ্যা দাড়িয়েছে ৬৩৪। এদের মধ্যে ৪৪৬ জন সুস্থ্য এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। অন্যরা সবাই চিকিৎসাধীন রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. সুব্রত দাস বলেন, বাগেরহাট থেকে পাঠানো ৩৭ জনের নমুনার মধ্যে ২৬জনই পজেটিভ এসেছে। এদের মধ্যে বাগেরহাট জেলা কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার ও কচুয়া প্রেসক্লাবেরর সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল রয়েছেন।

বাগেরহাট জেলায় এই ২৬জনকে নিয়ে মোট ৬৩৪ জন আক্রন্ত হল। এদের মধ্যে ১৩ জন মারা গেছেন। সুস্থ্য হয়েছেন ৪৪৬ জন। অবশিষ্ট বেশিরভাগ রোগী নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন