বাগেরহাটের ফকিরহাটে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খুলনা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা দু’জনই ঘটনাস্থলেই মারা যায়।
নিহতরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী এলাকার রুহুল আমিন (৩০) এবং চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী এলাকার মুজিবর তালুকদার (২৬)।
বাগরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘খুলনা-মংলা মহাসড়কের খাজুরা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এত মোটর সাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দূর্ঘটনার পর খুলনা-মোংলা মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জনতা মহাসড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক বাসটি এবং হলপারকে আটক করতে সক্ষম হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।’
খুলনা গেজেট/এনএম