শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় ৬৫৫ পিস ইয়াবাসহ এক বিক্রেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ৬৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সোয়া ৮টা দিকে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের কোটারমোড় এলাকায় পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ি যুবকের নাম জাহিদ হাসান (২৫)। সে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত. মাজেদ আলী মোড়লের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশিদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের কোটারমোড় এলাকায় পাঁকা রাস্তার উপর থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশী করে ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ি যুবককে কলারোয়া থানায় পুলিশে সোপার্দ করা হয়েছে। এঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন