পশ্চিম সুন্দরবনের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের গহিনে ঢুকে নিষিদ্ধ কাঁকড়া ধরার সময় মালামালসহ ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সুন্দরবনে বাটুলা নদী সংলগ্ন আড়পাঙ্গাশীয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ৩ জেলেরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালি গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবিয়ার রহমান (৫৫) ও তার ছেলে শাহাপরান (২৫) এবং একই গ্রামের মৃত ইদ্রিস তরফদারের ছেলে শরিফুল ইসলাম তরফদার (১৯)।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবনে সংরক্ষিত অঞ্চলে জেলেরা অবৈধভাবে কাঁকড়া আহরণ করছে এমন খবর পেয়ে কোবাতক স্টেশন কর্মকর্তা (এসও) মো. নাসির উদ্দীনের নেতৃত্বে ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে থেকে ৩ জেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা, ৩০ কেজি কাঁকড়া ও ৪০০ মিটার জাল। আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবন থেকে পাচার করার সময় কর্তন নিষিদ্ধ দেড় শতাধিক গরান কাঠ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরের দিকে কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে সুন্দরবনের ভারানির খালের মুখ থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। এসময় বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কাঠ ফেলে দ্রুত সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম