Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকায় ট্রাকের ধাক্কায় আরাফাত বিশ্বাস (১৮) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার -খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত তালা উপজেলার বারাত গ্রামের ফুরকান বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরাগামী ইট বোঝাই একটি ট্রাক (সাতক্ষীরা ট-১১-০১১০)পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরার-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় সাইকেল চালক আরাফাত বিশ্বাসকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলে ও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন