Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
কল্যাণ ট্রাস্টের চেক পেলেন বিভাগের ৩৩৮ সাংবাদিক

করোনাকালে বিএনপি নেতারা ঘরে বসে টিভিতে মুখ দেখাচ্ছেন : যশোরে তথ্যমন্ত্রী

যশোর প্রতিনিধি

তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই করোনাকালে আ’লীগ নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন, কেউ ঘরে বসে নেই, আ’লীগের নেতা, এমপি-মন্ত্রীরা মারা গেছেন। অন্যদিকে বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি মেরে মুখ দেখাচ্ছেন। তারা মানুষের পাশে নেই। বুধবার (২৯ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নানাভাবে কাজ করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। তাদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। যারা সরকারের প্রশংসা করে, শুধু তারা নয়, সমালোচক সাংবাদিকদেরকেও সহায়তা দেয়া হচ্ছে। এধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। আশপাশের দেশ- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকাও এভাবে সাংবাদিকদের পাশে দাঁড়ায়নি। কেবলমাত্র ভারতে কোনো সাংবাদিক মারা গেলে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।

যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন প্রমুখ।

অনুষ্ঠানে হাছান মাহমুদ খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিক নেতাদের হাতে ৩৩৮ সাংবাদিকের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা চেক হস্তান্তর করেন। এরমধ্যে খুলনার ১১৪জন, যশোরের ৪৮জন, মাগুরার ২৭ জন, মেহেরপুরের ২৫জন, সাতক্ষীরার ৩৪জন, চুয়াডাঙ্গার ২৮জন, ঝিনাইদহের ২৯ জন, নড়াইলের ২৭ জন ও বাগেরহাটের ৬জন ছিলেন।

 

খুলনা গেজেট  / এআইএন 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন