শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় আপন দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সেরা তরুণ করদাতা নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি

“আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ ফেব্র“য়ারি) সাতক্ষীরায় সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। একই পরিবারের আপন দুই সহোদর জেলার সেরা করদাতা ও সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরার জেলার সেরা করদাতা ও সেরা তরুণ করদাতা নির্বাচিত দুই সহোদর হলেন, মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মোঃ আশিকুর রহমান এবং জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আজহারুল ইসলাম। উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা কার্যালয়ে অনুষ্ঠিত সেরা করদাতা সম্মাননা-২০ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপ-কর কমিশনার এম গাউস ই নাজ।

দুই সহোদর মোঃ আশিকুর রহমান ও মোঃ আজহারুল ইসলাম সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আল-ফেরদাউস আলফা’র ছেলে। আল-ফেরদাউস আলফা ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। ব্যবসায়িকভাবে সফলতা অর্জনের পাশাপাশি সরকারকে আয়কর প্রদান করে বাব’র মত সেরা হলেন তারা দুই ভাই।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন