Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যবিপ্রবি-তে ৮৭ নমুনা করোনা পজেটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে করোনা পরীক্ষায় বুধবার ৮৭টি নমুনা পজেটিভ হয়ছে। এর মধ্যে যশোর জেলার রয়েছে ৫৪টি নমুনা।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, মঙ্গলবার তাদের ল্যাবে তিন জেলার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৭টি পজেটিভ হয়। এদিন যশোর জেলার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৪টি পজেটিভ হয়েছে। এছাড়া মাগুরার ৩৯টি নমুনার মধ্যে ২৪টি এবং সাতক্ষীরার ৩৯টির মধ্যে নয়টির ফল পজেটিভ হয়। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জনদের অফিসে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার পাওয়া ৫৪টি পজেটিভ রেজাল্টের মধ্যে নতুন নমুনা রয়েছে ৫২টি। বাকি দুটি ফলোআপ। আগের দিন মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোরে মোট করোনা রোগী শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬৭৯ জন। আজ ৫২ জন আক্রান্ত হওয়ায় এই সংখ্যা গিয়ে দাঁড়ালো এক হাজার ৭৩১-এ। সরকারি হিসেবে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৬৯ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন