সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দীত্বের ৩য় বর্ষ উপলক্ষে সোমবার কালো দিবস পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখা।
এ উপলক্ষে বেলা ১টায় সাতক্ষীরা কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ এ,বি,এম, সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র এ্যাডঃ সৈয়দ রেজওয়ান আলী, আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক এ্যাডঃ মোঃ মোস্তফা জামান, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ আকবর আলী, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ আবু হাসান, এ্যাডঃ সিরাজুল ইসলাম, এ্যাডঃ শাহরিয়ার হাসিব, এ্যাডঃ নুরুল ইসলাম, এ্যাডঃ তারিফ ইকবল অপু, এ্যাডঃ মোঃ শাহিনুর রহমান, এ্যাডঃ ফিরোজ আহমেদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মিথ্যে মামলা প্রত্যাহার পূর্বক অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।” পাশাপাশি নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা প্রত্যাহার এবং জেলাখানায় বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবী জানানো হয় সমাবেশ থেকে।
খুলনা গেজেট/ এমএইচবি