শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ভোমরা স্থলবন্দর থেকে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাউল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে বাংলাদেশে অননুমোদিত ৮৭ মেট্রিক টন ওজনের তিন ট্রাক ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাউল জব্দ করা হয়েছে। কম রাজস্ব মূল্যের নন বাসমতি চাউলের ঘোষণা দিয়ে বাংলাদেশে অননুমোদিত এই চাউল গুলো আমদানী করার অভিযোগে তা জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাষ্টমস এর যৌথ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোমরা স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে এসব চাউল জব্দ করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হাবিবুর রহমান তালুকদার জানান, কম রাজস্ব মূল্যের নন বাসমতি চাউলের ঘোষণা দিয়ে বাংলাদেশে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় শ্যামা চাউল ভোমরা স্থল বন্দরে আমদানী করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কাষ্টমসের সহযোগিতায় সন্ধ্যায় স্থলবন্দর ওপেন ইয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ভারতীয় ট্রাকে ভর্তি ৮৭ মেট্রিক টন ওজনের চাউল জব্দ করা হয়। যা বর্তমানে ভোমরা স্থলবন্দরের ১নং গোডাউনে সিলগালা অবস্থায় সংরক্ষিত করে রাখা হয়েছে। ভারতীয় এই চাউলের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
তিনি আরো জানান, সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের নামে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের মেসার্স পলাশ ট্রেডার্স এই চাউল ভারত থেকে আমদানী করেন।

ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে উক্ত চাউলগুলো ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাল। কাগজ পত্র যাচাই বাছাই ও চাউল পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন