শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় খেলতে যেয়ে জলাশয়ের পানিতে ডুবে এহেম হাসান নামের এক দেড় বছর বয়সী শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা পৌর সদরের কাটিয়া লস্কর পাড়ার পদ্মপুকুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশু এহেম হাসান সাতক্ষীরা পৌর শহরের কাটিয়া এলাকার নাজমুল হুদা ও রুখসানা বেগম দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিকালে বাড়ির পাশে খেলছিলো শিশু এহেম হাসান। সন্ধ্যা হয়ে গেলেও কোথাও তার খোঁজ মিলছিলোনা। পরে পরিবারের সদস্যরা খুঁজতে-খুঁজতে বাড়ির পাশে মাঠের মধ্যের একটি জলাশয়ে তার মৃতদেহ ভেসে থাকতে দেখেন। ধারনা করা হচ্ছে খেলার ছলে জলাশয়ের ধারে গেলে পড়ে গিয়ে স পানিতে ডুবে যায়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন