Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের আরো ৬০ নমুনা করোনা পজেটিভ

যশোর প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৬০টি নমুনা পজেটিভ হয়েছে। এর সবগুলোই যশোরের নমুনা।

বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার তাদের ল্যাবে যশোর ও মাগুরার জেলার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ এসেছে ৬০টি, যেগুলো সবই যশোরের নমুনা। জেলার মোট ১৭৭টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। মাগুরার দশটি নমুনার একটিও এদিন পজেটিভ হয়নি। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৪১ জন। আর মারা গেছেন ২৩ জন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন