শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সাতক্ষীরায় ১৪ দলের মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পৌরসভা নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০জানুয়ারি)বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজররুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, পৌর অ’লীগের সভাপতি ওমেয়র প্রার্থী শেখ নাসেরুল হক, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মোঃ আছাদুল হক, শেখ সাহিদ উদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. ফাহিমুল হক কিসলু, জাসদ জেএসডি সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সায়গঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. অনিত মুখার্জী, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জাসদ নেতা শেখ জাকির হোসেন, জাতীয় পার্টির নেতা শেখ শরিফুজ্জামান বিপ্লব প্রমুখ।

মতবিনিময় সভায় ১৪ দলের নেতৃবৃন্দ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ নাসেরুল হকের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন