সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউপির যাদবপুর গ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে ঘেরের আইলে টমেটো চাষ ও পুকুর/ঘেরে মাছ চাষ সম্প্রসারণে লক্ষে মাঠ দিবসের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জেল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বহুমাত্রিক কৃষি ফসল উৎপাদন, লাভজনক ফসল চাষ, পরপর বিভিন্ন ফসল উৎপাদন, পুষ্টি নির্ভরতা সহ অন্যান্য বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা প্রধান কার্যালয়ের সিএসও ড. মোঃ মুনজুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, বিনা প্রধান কার্যালয়ের এসএসও ড.মোঃ রোকনুজামান, বিনা সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন হোসেন।
বক্তারা জীবনযাত্রার মানউন্নয়নে নিরাপদ ফসল উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে ঘেরের আইলে সবজি চাষ, পুকুরে মাছ চাষ, নারীদের হাঁস মুরগী পালন সহ অন্যান্য ফসল উৎপাদনের কথা বলেন।
বিনা সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্যামনগর উপসহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ রায়, বিনা সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মাফিজুর রহমান, টমেটো চাষি ফজলুর রহমান, মাছ চাষি রফিকুল ইসলাম প্রমুখ।
মাঠ দিবসে প্রদর্শনী প্লটের কৃষক টমেটো চাষি ফজলুর রহমান বলেন, মাত্র ৩/৪ মাসের মধ্যে ঘেরের আইলে বিনার পরামর্শে টমেটো চাষ করে ৫/৬ হাজার টাকা খরচ করে ভাবছি ৪০ থেকে ৫০ হাজার টাকার টমেটো বিক্রী করতে পারব। মাছ চাষি রফিকুল ইসলাম বলেন, ১০ থেকে ১২ হাজার টাকা লাভ থাকবে। অনুষ্ঠানে উপস্থিত কৃষক রফিকুল, সামাদ বিনার কর্মকর্তাদের নিকট ফসল উৎপাদনে সহায়তা চাইলেন।
খুলনা গেজেট/কেএম