সাতক্ষীরায় আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ দলীয় সমর্থন চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরগণের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন সম্পাদক এড. ওসমান গণি, দপ্তর সম্পাদক শেখ হারুন রশিদ, শিক্ষা ও মানব সম্পাদক লায়লা পারভীন সেজুতি, শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, ফিরোজ আহমেদ, শেখ আব্দুর রশিদ, শাহাদত হোসেন, শেখ মনিরুল হোসেন মাসুম ও নাজমুন নাহার মুন্নি প্রমুখ।
সভায় পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে মোট ২২ জন কাউন্সিলর প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সমর্থন চেয়ে আবেদন করেন। উপস্থিত নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা শেষে নিম্নলিখিত ওয়ার্ড ভিত্তিক আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। এসময় সভায় ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ ও প্রার্থীদের প্রাথমিক মতামতের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত এই কাউন্সিলরদের নামের তালিকা প্রস্তুত করা হয়।
অওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে মোঃ আব্দুস সেলিম, ২নং ওয়ার্ডে মহাজোটের প্রার্থী সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডে উন্মুক্ত ঘোষণায় শেখ আব্দুস সেলিম ও শেখ মুজিবুর রহমান, ৪নং ওয়ার্ডে উন্মুক্ত ঘোষণায় কাজী ফিরোজ হাসান ও শেখ আসাদ আহমেদ অনজু, ৫নং ওয়ার্ডে শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের উন্মুক্ত ঘোষণা শেখ মারুফ আহমেদ ও শহীদুল ইসলাম, ৭নং ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে মোঃ আনারুল ইসলাম রনি এবং ৯নং ওয়ার্ডে কোন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে জ্যোৎস্না আরা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে অনীমা রানী মন্ডল এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ফারহা দিবা খান সাথীকে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে সমর্থন করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অন্যান্য সকল আবেদনকারী কাউন্সিলর প্রার্থীগণকে দলীয় সমর্থিত প্রার্থীদের বিজয়ীর লক্ষে স্ব স্ব উদ্যোগে আগামী ২৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। সাতক্ষীরা জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
খুলনা গেজেটে/ এ হোসেন